বৃহস্পতিবার ০২ মে ২০২৪
Online Edition

রাবিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন আড়াই লাখের বেশি 

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার মোট প্রাথমিক আবেদন আড়াই লাখ অতিক্রম করেছে। 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে জানান, ১৫ জানুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মোট প্রাথমিক আবেদনপত্রের সংখ্যা ২ লাখ ৮৬ হাজার। এর মধ্যে এ ইউনিটে ১ লাখ ৩ হাজার, সি ইউনিটে ১ লাখ ১২ হাজার এবং বি ইউনিটে ৭০ হাজার। উল্লেখ্য, রাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন গত সোমবার (৮ জানুয়ারি) দুপুর ১২টা থেকে নেয়া শুরু হয়। আবেদন প্রক্রিয়া চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। গত বছরের মতো এ বছরও তিন ইউনিটে (মানবিক, ব্যবসা, বিজ্ঞান) রাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৫৫ টাকা অনলাইনে পরিশোধ করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। আবেদনকারীদের যোগ্যতা হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের গড় জিপিএ মানবিক শাখা তথা, এ ইউনিটে ৭, ব্যবসা শিক্ষা শাখা তথা বি ইউনিটে ৭.৫০ এবং বিজ্ঞান শাখা তথা সি ইউনিটে ৮ নির্ধারিত করা হয়েছে। এছাড়া বিষয় ভিত্তিক শর্তও প্রযোজ্য। প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন ২৬ জানুয়ারি থেকে শুরু হবে এবং চার ধাপে ১১ ফেব্রুয়ারি শেষ হবে। এরপর ৫, ৬, ৭ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছরও বিজ্ঞান ও মানবিক ইউনিটে চূড়ান্ত আবেদন ফি ১ হাজার ৩৫০ টাকা এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ১ হাজার ১০০ টাকা। ২০২২ ও ২০২৩ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সকল ইউনিটে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবে। ফলে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ থাকছে।

অনলাইন আপডেট

আর্কাইভ